রাষ্ট্রপুঞ্জ: কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং উন্নতির বিষয়ে ভারত ও পাকিস্তান সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ। তাঁর মুখপাত্র ফারহান হক এই খবর জানিয়েছেন। ফারহান বলেছেন, এ বিষয়ে নতুন কিছু বলার নেই। কাশ্মীরের পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই দু দেশের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান গুতেরেজ।


কাশ্মীরের পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে কথা বলবেন কি না গুতেরেজ, এ বিষয়ে ফারহানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবেই এই মন্তব্য করেছেন ফারহান। তবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, কাশ্মীর বিষয়ে অবস্থান বদল হয়নি। এ বিষয়ে তৃতীয় পক্ষের নাক গলানো মেনে নেওয়া হবে না। কাশ্মীরের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে ভারত।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন।