নিউ ইয়র্ক: কোস্টারিকায় বিয়ে করতে যাচ্ছিলেন মাইকেল হল ও তাঁর প্রেমিকা অ্যাম্বার ম্যাক্সওয়েল। কিন্তু আকাশে উড়তে না উড়তেই স্বপ্নভঙ্গ। বিমান কর্তৃপক্ষ রীতিমত পুলিশ দিয়ে তাঁদের নামিয়ে দিল উড়ান থেকে।


এ ক্ষেত্রেও ভিলেন সেই ইউনাইটেড এয়ারলাইন্স।

মাত্র কদিন আগে আমেরিকার এই উড়ান সংস্থা শিরোনামে আসে এক চিনা যাত্রীকে টেনে হিঁচড়ে বিমান থেকে বার করে দিয়ে। সেদিনই এই সংস্থারই আর এক বিমান যাত্রীকে প্লেনের মধ্যে বিছে কামড়ায়। আর এবার টেক্সাসের হিউস্টনে ওই দম্পতিকে প্লেন থেকে নামিয়ে দিয়ে এই সংস্থা ফের বিতর্ক তৈরি করেছে।

সংস্থার অভিযোগ, ওই দম্পতি বেশি দামের আসনে বসার চেষ্টা করছিলেন, বিমান কর্মীদের নির্দেশ মানছিলেন না। তাই বাধ্য হয়ে তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে।

উল্টোদিকে অভিযোগকারী দম্পতির বক্তব্য, তাঁরা বিমানে উঠে দেখেন, আর এক যাত্রী তাঁদের আসনে পা ছড়িয়ে ঘুমোচ্ছেন। তাই তাঁরা তাঁদের ইকোনমি কেবিনেই অন্য ফাঁকা আসনে উঠে যান। সেই আসনের জন্য অতিরিক্ত টাকাও দিতে চেয়েছিলেন তাঁরা কিন্তু বিমান কর্মীরা তা নিতে অস্বীকার করেন। প্রথমে তাঁদের বলা হয় আগের আসনে ফিরে যেতে, তারপর পুলিশ এসে বিমান থেকে নামিয়ে দেয়।

রবিবার ফের বিমান ভাড়া করে কোস্টারিকা যান তাঁরা।