নিউ ইয়র্ক: একটি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশিত এশিয়ার অনূর্ধ্ব-৩০ সুপার অ্যাচিভারদের তালিকায় দীপা কর্মকার, সাক্ষী মালিক, আলিয়া ভট্ট সহ ৫৩ জন ভারতীয় স্থান পেলেন।  এ বছর এই নিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হল। ১০টি আলাদা ক্ষেত্রে মোট ৩০০ জনকে সুপার অ্যাচিভার তালিকায় রাখা হয়েছে। ভারতীয়দের মধ্যে সবার আগে দীপা।


ওই পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে যোগ দেওয়া দীপা পদক না পেলেও, অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি মাত্র ০.১৫ পয়েন্টের জন্য ব্রোঞ্জ পদক পাননি। সারা বিশ্বে মাত্র পাঁচ জন জিমন্যাস্ট সফলভাবে প্রদুনোভা ভল্ট শেষ করেছেন। তাঁদের অন্যতম দীপা। সেই কারণে তাঁর কৃতিত্ব অনেক বেশি।

রিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া সাক্ষীরও প্রশংসা করেছে ওই পত্রিকা। বলা হয়েছে, রোহতকের একটি ছোট গ্রাম থেকে উঠে এসে অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী। তাঁকে বহু প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়েছে। কিন্তু সব বাধা অতিক্রম করে কুস্তিতে সাফল্য পেয়েছেন সাক্ষী। বলিউডে নায়িকা হিসেবে সাফল্যের জন্য আলিয়ারও প্রশংসা করা হয়েছে।