ইসলামাবাদ: উরি সন্ত্রাসকে এবার খোলাখুলি সমর্থন করল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মন্তব্য করেছেন, উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলা কাশ্মীর পরিস্থিতির 'প্রতিক্রিয়া'-য় হতে পারে। কাশ্মীরে যেভাবে গত দু’মাসে সাধারণ মানুষের ওপর 'অত্যাচার' চলছে, যেভাবে সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছেন, অন্ধ হয়ে যাচ্ছেন, তাতে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের রাগ হওয়া স্বাভাবিক। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে ফেরার পথে লন্ডনে এই মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী।


রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলে আদৌ সুবিধে করতে পারেনি পাকিস্তান। কাশ্মীর নিয়ে তাদের ডসিয়ার প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রপুঞ্জ। উল্টে আন্তর্জাতিক সমর্থন দৃশ্যতই ঢলে পড়েছে ভারতের দিকে। এই পরিস্থিতিতে নিজেদের দিকে সমর্থন টানতে নওয়াজের অভিযোগ, কোনও তদন্ত ছাড়াই তড়িঘড়ি ভারত পাকিস্তানকে দোষ দেওয়া শুরু করেছে। প্রমাণ ছাড়া 'দায়িত্বজ্ঞানহীনভাবে' পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে তারা। শরিফের প্রশ্ন, উরি সন্ত্রাসের কয়েক ঘণ্টার মধ্যেই কীভাবে কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তুলল ভারত। তাঁর দাবি, সারা বিশ্ব জানে, কাশ্মীরে ভারতের 'অত্যাচারের' কথা, যেখানে ১০৮জন এখনও পর্যন্ত মারা গেছেন, অন্ধ হয়ে গেছেন দেড়শোর ওপর মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

নিরীহ কাশ্মীরীদের ওপর 'নির্মমতা'-র অভিযোগ তুলে পাক প্রধানমন্ত্রীর উপদেশ, পাকিস্তানকে দোষ দেওয়ার আগে ভারতের উচিত, কাশ্মীরে নিজেদের 'দমননীতি' খতিয়ে দেখা। কাশ্মীরীদের 'হত্যা' নিয়ে দিল্লির তদন্ত করা উচিত। কাশ্মীর সমস্যার সমাধান না হলে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি অধরা থেকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।