১৯৯২-এ অলিম্পিকে পুরুষ বিভাগে ক্যানোই ডাবল্ স্ল্যালোমে সোনার মেডেল জিতেছিলেন জো জ্যাকোবি। কিন্তু খোয়া যায় সেটি। গত জুন মাসে সেটি চুরি করে কেউ।
এর কয়েক সপ্তাহ পর আটলান্টার বাসিন্দা চোলয়ে স্মিথ নামে বাচ্চা মেয়েটি বাবার সঙ্গে একদিন হাঁটতে বেরিয়েছিল। একরাশ জঞ্জালের ভিতর সে দেখে কী যেন একটা চকচক করছে। কৌতুহল বশত কাছে গিয়ে সেটি দেখে কুড়িয়ে নেয় স্মিথ। পাওয়ার পর অভিভাবকদের কাছে বিষয়টি জানায়।
এরমধ্যে জ্যাকোবিও সোশ্যাল মিডিয়ায় মেডেল চুরির খবর পোস্ট করে দিয়েছেন। সে খবর ছড়িয়েও পড়েছিল। তা জানতে পেরে স্মিথের পরিবার বুঝতে পারে সেটিই জ্যাকোবির হারিয়ে যাওয়া স্বর্ণপদক। এর প্রকৃত মালিকের কাছে এটি ফিরিয়ে দেন তাঁরা। মেডেলটি ফিরে পেয়ে খুব খুশি জ্যাকোবি। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা সত্যিই অবাক করার মতো ঘটনা। গাড়ি থেকে এটা চুরি হওয়ার পর ভাবিনি এভাবে ফিরে পাবো। জ্যাকোবির হাতে মেডেল ফিরিয়ে দেয় ছোট্ট স্মিথ। স্মিথকে অনেক ধন্যবাদ জানিয়েছে জ্যাকোবি। স্মিথের ইচ্ছে রাখতে তার স্কুলে গিয়ে দেখা করেছেন সহপাঠীদের সঙ্গেও।