ওয়াশিংটন: ২৬/১১-র মূল অভিযুক্ত হাফিজ সইদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগকে ওয়াশিংটন বিদেশি জঙ্গি সংগঠনের আওতাভুক্ত করল। এমএমএলের ৭ নেতাকে লস্কর ই তৈবার জঙ্গি তকমা দিয়েছে তারা।
তেহরিক ই আজাদি ই কাশ্মীর বা টিএজেকে নামে জঙ্গি গোষ্ঠীও এই তালিকায় জায়গা পেয়েছে। টিএজেকে লস্করেরই একটি শাখা হিসেবে পরিচিত, ডোনাল্ড ট্রাম্প সরকারের অভিযোগ, পাকিস্তানে খোলাখুলি কাজকর্ম করে এরা।
হাফিজের জামাত উদ দাওয়ার মুখ মিল্লি মুসলিম লিগ পাকিস্তানে এবারের সাধারণ নির্বাচনে দাঁড়াবে বলে জানিয়েছে। রাজনৈতিক দল হিসেবে নথিবদ্ধ হওয়ার জন্য পাক নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মন্ত্রকের ছাড়পত্র আনতে বলে তাদের। যদিও নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ থাকার জন্য অভ্যন্তরীণ মন্ত্রক আপত্তি জানানোয় নির্বাচন কমিশন আগেরবার এমএমএলের দাবি খারিজ করে দেয়।
মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, এমএমএল ও টিএজেকে- দুই সংগঠনই আসলে লস্কর ই তৈবার শাখা, লস্করের বিরুদ্ধে যে সব নিষেধাজ্ঞা আছে, সেগুলিকে পাশ কাটানোর জন্যই এগুলির সৃষ্টি। নিষেধাজ্ঞা এড়াতে লস্কর ই তৈবা বারবার নিজেদের নাম পাল্টেছে বলে অভিযোগ করেছে তারা।
আমেরিকা আরও বলেছে, গত বছর জানুয়ারিতে লস্কর টিএজেকে নামে জঙ্গি কার্যকলাপ শুরু করে। টাকা তোলা থেকে জঙ্গি হামলা- সব কিছু আগের মতই চালাতে থাকে তারা। গত বছ অগাস্টে হাফিজ তৈরি করে তার রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগ। দলে নেতার আসন আলো করে বসে লস্কর জঙ্গিরা।
হাফিজ সইদের রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগকে জঙ্গি তালিকায় ঢোকাল আমেরিকা
ABP Ananda, Web Desk
Updated at:
03 Apr 2018 11:43 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -