ওয়াশিংটন: মার্কিন বিমান হানায় মৃত্যু জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের মুখপাত্র তথা সন্ত্রাসমূলক কার্যকলাপের অন্যতম পরিকল্পনাকারী নেতা আবু মহম্মদ আল আদনানি। মার্কিন সেনা সূত্রে নিশ্চিত করে জানানো হয়েছে একথা।
পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, সিরিয়ায় আলেপ্পোয় আল-বাব শহরে মৃত্যু হয়েছে আদনানির। আদনানিকে লক্ষ্য করেই হামলা চালায় মার্কিন সেনা।
আই-এস এর সংবাদসংস্থা আমাক আদনানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে সে মারা যায়। তবে বিমান হামলায় মৃত্যু হয়েছে নাকি স্থল সেনাদের হামলায়, তার বিস্তারিত জানায়নি আমাক।
প্রসঙ্গত, আইএস-এর শীর্ষনেতাদের মধ্যে একজন ছিল আদনানি। বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের কৌশল সে ঠিক করত। ইওরোপে বেশকটি হামলার পরিকল্পনা সে নিজেই করেছিল বলে জানা যায়। নতুন জঙ্গি নিয়োগের ভারও ছিল তার ওপর।
মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গিয়েছিল মে মাসে।
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় মৃত্যু আইএস-এর মুখপাত্রর
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2016 03:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -