ওয়াশিংটন: ডিটেনশন সেন্টারে বন্দিদের হাতে মার খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলায় দোষী সাব্যস্ত লস্কর-ই-তৈবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি? পাকিস্তানি-মার্কিন হেডলির ওপর সহ বন্দিদের হামলার খবর বেরিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। এমনকি অসমর্থিত কয়েকটি সূত্রে সে মারা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে।
পিটিআইয়ের খবর, গত ৮ জুলাই শিকাগোর এক ডিটেনশন সেন্টারের ২ জন বন্দি ব্যাপক মারধর করে হেডলিকে। পাকস্থলী, মাথায় প্রচণ্ড আঘাত পায় সে। মারাত্মক জখম অবস্থায় তাকে নর্থ ইভানস্টন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রেখে তার চিকিত্সা করা হচ্ছে।
হামলাকারীরা পুলিশের ওপর হামলা সংক্রান্ত এক মামলায় দশ বছরের সাজা খাটছে।
যদিও এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে নারাজ মার্কিন কর্তৃপক্ষ। শিকাগোর মেট্রপলিটান সংশোধন কেন্দ্রের প্রতিনিধি এক সংক্ষিপ্ত ই মেল বার্তায় পিটিআইকে বলেছে, এই লোকটি সম্পর্কে সুনির্দিষ্ট খবর জোগাড় করতে পারছি না আমরা।


হেডলির মুম্বই জঙ্গি হামলায় মার্কিন আদালতে ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে। ১৬০ জনের বেশি নিহত হয়েছিলেন সেই নজিরবিহীন নাশকতায়।
২০০৯ সালে ধরা পড়ে হেডলি। ২৬/১১-র হামলার আগে মু্ম্বই সহ ভারতের বেশ কয়েকটি শহরে রেকি করে গিয়েছিল সে।