ওয়াশিংটন: চিন-পাকিস্তান আর্থিক করিডোর (সিপিইসি) নিয়ে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। ওয়াশিংটন বলেছে, এই করিডোর বিতর্কিত অঞ্চলের ওপর দিয়ে গিয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে কোনও একটি দেশের ‘নির্দেশ দানকারী’র ভূমিকা থাকা উচিত নয়।
উল্লেখ্য, ৬০ বিলিয়ম ডলারের করিডোর প্রকল্প নিয়ে সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চিনের ওয়ান বেল্ট ওয়ান রোড (ওবিওআর) –এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এই করিডোর। পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে গিয়েছে ওই করিডোর। সার্বভৌমত্ব সংক্রান্ত উদ্বেগের কারণেই গত মে মাসে বেল্ট ও রোড ফোরামের বৈঠকে যোগ দেয়নি ভারত।
ভারত সফর থেকে দেশে ফেরার পর চিনের ওবিওআর প্রকল্পের বিরোধিতা শোনা গিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের গলায়। ভারত সফরে এসে তিনি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন।
মার্কিন কংগ্রেসে এক শুনানির সময় সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্যদের ম্যাটিস বলেছেন, বর্তমানে বিশ্বায়িত দুনিয়ায় অনেক বেল্ট এবং অনেক রোড রয়েছে। সেজন্য কোনও দেশের একটি বেল্ট ও একটি রোডের ক্ষেত্রে নির্দেশদানকারীর ভূমিকা থাকা উচিত নয়।
একইসঙ্গে তিনি বলেছেন, বিতর্কিত অঞ্চলের ওপর দিয়ে গিয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড। এর থেকেই আগ্রাসী মনোভাব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়টি ফুটে উঠেছে।
ভারতের অবস্থানের উল্লেখ না করেই এভাবে এই প্রকল্প সম্পর্কে বিরোধিতার কথা জানিয়েছেন তিনি।