ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। দেখুন ভিডিও: হোটেলের বিল না চুকিয়ে টেলিফোনের তার বেয়ে পালিয়ে যেতে গিয়ে শূন্যে আটকে পড়লেন এক ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2017 08:39 AM (IST)
নয়াদিল্লি: রাজারাজড়ার মতো বিলাসবহুল জীবন কে না কাটাতে চায়? অভিজাত হোটেলে থাকা, মদ, চিজের দেদার যোগান, দামী গাড়ি চড়া, সুইমিং পুলের ধারে আয়েসি সময় কাটানোর মতো স্বপ্ন অনেকেই দেখে থাকেন। কিন্তু পকেটে রেস্ত না থাকলে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু কেউ কেউ আবার অসত্ উপায় অবলম্বন করতেও দুবার ভাবেন না। চিনের এক ব্যক্তিও স্বপ্ন পূরণের জন্য একই উপায় অবলম্বন করলেন। আর তা করতে গিয়ে পড়লেন চরম বিপদে। অভিজাত হোটেলে থাকার পর বিল না মিটিয়ে পালিয়ে যাওয়ার জন্য একটা কৌশল নিলেন ওই ব্যক্তি। হোটেলের জানালা দিয়ে বেরিয়ে টেলিফোনের তার বেয়ে অন্য একটি বিল্ডিংয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। জীবনের ঝুঁকি নেয়ে বহুতল হোটেলের ২০ তলা থেকে টেলিফোন তার বেয়ে বেরিয়েও এলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। মাঝপথে আটকে পড়লেন তিনি।শূন্যে তাঁকে তার বেয়ে ঝুলতে দেখে পথচারীরা দমকলে খবর দেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যায় দমকল বাহিনী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।