অভিজাত হোটেলে থাকার পর বিল না মিটিয়ে পালিয়ে যাওয়ার জন্য একটা কৌশল নিলেন ওই ব্যক্তি। হোটেলের জানালা দিয়ে বেরিয়ে টেলিফোনের তার বেয়ে অন্য একটি বিল্ডিংয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। জীবনের ঝুঁকি নেয়ে বহুতল হোটেলের ২০ তলা থেকে টেলিফোন তার বেয়ে বেরিয়েও এলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। মাঝপথে আটকে পড়লেন তিনি।শূন্যে তাঁকে তার বেয়ে ঝুলতে দেখে পথচারীরা দমকলে খবর দেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যায় দমকল বাহিনী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।