US Capitol Violence LIVE Updates: ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি মার্কিন কংগ্রেসের, পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন বাইডেন, অবশেষে হার স্বীকার ট্রাম্পের
USA Capitol Violence LIVE Updates: বাইডেনের পক্ষে ফল ৩০৬। ট্রাম্প পেয়েছেন ২৩২। এর ফলে জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা রইল না।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2021 04:34 PM
প্রেক্ষাপট
ওয়াশিংটন: নজিরবিহীন হিংসার সাক্ষী থাকল আমেরিকাবাসী। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের জেরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওয়াশিংটনে। রণক্ষেত্রর চেহারা নেয় মার্কিন ক্যাপিটল বিল্ডিং। এ মাসেই জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত...More
ওয়াশিংটন: নজিরবিহীন হিংসার সাক্ষী থাকল আমেরিকাবাসী। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের জেরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওয়াশিংটনে। রণক্ষেত্রর চেহারা নেয় মার্কিন ক্যাপিটল বিল্ডিং। এ মাসেই জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার কথা। সেই পথ পরিষ্কার করতে ক্যাপিটল বিল্ডিংয়ে মার্কিন কংগ্রেসে জয়েন্ট সেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা চলছিল। তখন একদল ট্রাম্প সমর্থক উই ওয়ান্ট ট্রাম্প স্লোগান দিতে দিতে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ায় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে মারা যান অন্তত ৪ জন। গতকাল ওয়াশিংটনে হিংসা ছড়িয়ে পড়ে। ট্রাম্পের সমর্থকরা জোর করে ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভ, হিংসাত্মক ঘটনা নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প যাতে ট্যুইট করতে না পারেন, তার জন্য তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়। ওয়াশিংটনে জারি করা হয় কার্ফু। নির্বাচনে পরাজয়ের পর থেকেই ট্রাম্প বলে আসছেন, ভোটে কারচুপি হয়েছে। এ নিয়ে প্রচারও করছেন তিনি। গতকালও পিছু হটবেন না বলে হুমকি দেন তিনি। তারপরই তাঁর সমর্থকদের হামলা হয় ক্যাপিটাল বিল্ডিংয়ে। যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ক্যাপিটল বিল্ডিংয়ে সমর্থকদের এই ধুন্ধুমারকাণ্ডকে কার্যত সমর্থন করে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। এরপরই এক এক করে তাঁকে সাময়িক ব্লক করে দেয় ট্যুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি। এরইমধ্যে মার্কিন প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও শপথ নেবেন ওইদিনই।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
US Election Results: 'শৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হোক...', অবশেষে হার স্বীকার করে বিবৃতি ট্রাম্পের
ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এরপরই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি জারি করে বলেন, যদিও আমি এই ফল মেনে নিচ্ছি না, তা সত্ত্বেও শঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। একইসঙ্গে তিনি যোগ করেন, তিনি রাজনীতির মূলস্রোতে তিনি সক্রিয় থাকবেন এবং ২০২৪ সালে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেন।
ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এরপরই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি জারি করে বলেন, যদিও আমি এই ফল মেনে নিচ্ছি না, তা সত্ত্বেও শঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। একইসঙ্গে তিনি যোগ করেন, তিনি রাজনীতির মূলস্রোতে তিনি সক্রিয় থাকবেন এবং ২০২৪ সালে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেন।