US Capitol Violence LIVE Updates: ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি মার্কিন কংগ্রেসের, পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন বাইডেন, অবশেষে হার স্বীকার ট্রাম্পের

USA Capitol Violence LIVE Updates: বাইডেনের পক্ষে ফল ৩০৬। ট্রাম্প পেয়েছেন ২৩২। এর ফলে জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা রইল না।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2021 04:34 PM
US Election Results: 'শৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হোক...', অবশেষে হার স্বীকার করে বিবৃতি ট্রাম্পের



ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এরপরই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি জারি করে বলেন, যদিও আমি এই ফল মেনে নিচ্ছি না, তা সত্ত্বেও শঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। একইসঙ্গে তিনি যোগ করেন, তিনি রাজনীতির মূলস্রোতে তিনি সক্রিয় থাকবেন এবং ২০২৪ সালে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেন।
US Election Results: বাইডেনের পক্ষে ফল ৩০৬, ট্রাম্প পেয়েছেন ২৩২



ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। ম্যাজিক ফিগার ছিল ২৭২। বাইডেনের পক্ষে ফল ৩০৬। ট্রাম্প পেয়েছেন ২৩২। এর ফলে জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা রইল না।
US Capitol Violence: ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি মার্কিন কংগ্রেসের, পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথ মসৃণ জো বাইডেনের



ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এর ফলে জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা রইল না। এমনটাই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল লেখেন: মার্কিন কংগ্রেস হল গণতন্ত্রের মন্দির। ওয়াশিংটনে যা ঘটল তা আতঙ্কের।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন লেখেন: মার্কিন কংগ্রেসে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা হিংসার এই ঘটনার তীব্র নিন্দা করছি। আশা করি প্রশাসনিক হস্তান্তর শান্তিপূর্ণভাবে ঘটবে।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ তাঁর প্রতিক্রিয়ায় জানান: মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের পীঠস্থান হিসেবে দেখে এসেছে ফ্রান্স। গতকাল যা ঘটেছে তা আঘাত হানা হয়েছে মার্কিন গণতন্ত্রের মন্দির হিসেবে চিহ্নিত ক্যাপিটলে। যখন এমন ঘটে, তখন বৈধ ভোটের রায়কে চ্যালেঞ্জ করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লেখেন: মার্কিন কংগ্রেসে লজ্জাজনক দৃশ্য। বিশ্বে গণতন্ত্রের প্রতীক হিসেবে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হওয়া উচিত।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডের্ন লিখেছেন: গণতন্ত্র হল মানুষের ভোটদানের অধিকার। তাঁদের বক্তব্য শোনার অধিকার। আর সেই সিদ্ধান্তকে কখনই একদল বিক্ষোভকারী ভঙ্গ করতে পারে না। সকলের প্রতি আমার সমবেদনা। আমার বিশ্বাস, গণতন্ত্র রক্ষা পাবেই।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন: আমাদের নিকটতম প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর এই হামলায় গভীরভাবে দুঃখিত ও চিন্তিত কানাডা। হিংসা কখনই মানুষের রায়ের বিরুদ্ধে জয় হাসিল করতে পারবে না।

ট্যুইটারে মোদি লেখেন, ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে মোদি লেখেন, ওয়াশিংটন ডিসি-তে হিংসার খবরে উদ্বিগ্ন। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। কোনওভাবেই বেআইনি প্রতিবাদ দ্বারা ওই প্রক্রিয়ার বেলাইন হওয়া উচিত নয়।

মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। শুধু মোদি নন, ব্রিটেন থেকে ফ্রান্স, কানাডা থেকে অস্ট্রেলিয়া-- বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রেক্ষাপট

ওয়াশিংটন: নজিরবিহীন হিংসার সাক্ষী থাকল আমেরিকাবাসী। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের জেরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওয়াশিংটনে। রণক্ষেত্রর চেহারা নেয় মার্কিন ক্যাপিটল বিল্ডিং।


 


এ মাসেই জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার কথা। সেই পথ পরিষ্কার করতে ক্যাপিটল বিল্ডিংয়ে মার্কিন কংগ্রেসে জয়েন্ট সেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা চলছিল।


 


তখন একদল ট্রাম্প সমর্থক উই ওয়ান্ট ট্রাম্প স্লোগান দিতে দিতে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ায় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে মারা যান অন্তত ৪ জন।


 


গতকাল ওয়াশিংটনে হিংসা ছড়িয়ে পড়ে। ট্রাম্পের সমর্থকরা জোর করে ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়।


 


বিক্ষোভ, হিংসাত্মক ঘটনা নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প যাতে ট্যুইট করতে না পারেন, তার জন্য তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়। ওয়াশিংটনে জারি করা হয় কার্ফু।


 


নির্বাচনে পরাজয়ের পর থেকেই ট্রাম্প বলে আসছেন, ভোটে কারচুপি হয়েছে। এ নিয়ে প্রচারও করছেন তিনি। গতকালও পিছু হটবেন না বলে হুমকি দেন তিনি। তারপরই তাঁর সমর্থকদের হামলা হয় ক্যাপিটাল বিল্ডিংয়ে। যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।


 


ক্যাপিটল বিল্ডিংয়ে সমর্থকদের এই ধুন্ধুমারকাণ্ডকে কার্যত সমর্থন করে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। এরপরই এক এক করে তাঁকে সাময়িক ব্লক করে দেয় ট্যুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি।


 


এরইমধ্যে মার্কিন প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও শপথ নেবেন ওইদিনই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.