US Capitol Violence LIVE Updates: ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি মার্কিন কংগ্রেসের, পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন বাইডেন, অবশেষে হার স্বীকার ট্রাম্পের

USA Capitol Violence LIVE Updates: বাইডেনের পক্ষে ফল ৩০৬। ট্রাম্প পেয়েছেন ২৩২। এর ফলে জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা রইল না।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2021 04:34 PM

প্রেক্ষাপট

ওয়াশিংটন: নজিরবিহীন হিংসার সাক্ষী থাকল আমেরিকাবাসী। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের জেরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ওয়াশিংটনে। রণক্ষেত্রর চেহারা নেয় মার্কিন ক্যাপিটল বিল্ডিং। এ মাসেই জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত...More

US Election Results: 'শৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হোক...', অবশেষে হার স্বীকার করে বিবৃতি ট্রাম্পের



ইলেক্টোরাল কলেজের ফলকে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এরপরই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি জারি করে বলেন, যদিও আমি এই ফল মেনে নিচ্ছি না, তা সত্ত্বেও শঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। একইসঙ্গে তিনি যোগ করেন, তিনি রাজনীতির মূলস্রোতে তিনি সক্রিয় থাকবেন এবং ২০২৪ সালে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেন।