হিউস্টন: ৬ বছরের সম্পর্ক শেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের সরকারি পাঠাগার থেকে উচ্ছেদ করা হচ্ছে ‘ব্রাউজার’-কে। এই বিড়ালটি ওই পাঠাগারের ম্যাসকট হয়ে গিয়েছিল। কিন্তু নগর পরিষদের ভোটে তাকে উৎখাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাচ্চাদের এবং ভোটারদের একটি বড় অংশের প্রতিবাদ সত্ত্বেও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে বিড়ালটিকে। এক মাসের মধ্যে তাকে নতুন আস্তানা খুঁজে নিতে হবে।


 

টেক্সাসের মেয়র রন হোয়াইট বলেছেন, দুঃখের সঙ্গে তাঁদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এতদিন ধরে বিড়ালটি পাঠাগারে ছিল। কোনওদিন সমস্যা হয়নি। কিন্তু ১৪ জুন নগর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্রাউজারকে আর এখানে রাখা হবে না। নগর পরিষদের সদস্য এলজি ক্লিমেন্টস বলেন, শহরের হল ও বাণিজ্য কেন্দ্রগুলি প্রাণীদের থাকার জায়গা হতে পারে না। অনেকেই তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানান। এরপর ভোট হয়। সেই ভোটে অধিকাংশ সদস্য বিড়ালটিকে উচ্ছেদ করার পক্ষে মত প্রকাশ করেন।

 

ব্রাউজারকে একটি পশু আশ্রয় কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছিল। সব বয়সের মানুষই তাকে ভালবাসেন। মাঝেমধ্যেই কম্পিউটারের কি-বোর্ডের উপর উঠে পড়ে ব্রাউজার। সে জিইডি ক্লাসেও যায়। কিন্তু কেউ তাতে বিরক্ত হন না। তা সত্ত্বেও তাকে তাড়ানো হচ্ছে।