ওয়াশিংটন: জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার মাথা তথা মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের পাকিস্তানের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে আমেরিকা।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাও গড়ে উঠেছিল হাফিজের হাত ধরেই। সম্প্রতি হাফিজ জানিয়েছে যে, পাকিস্তানে আগামী বছরের সাধারণ নির্বাচনে মিলি মুসলিম লিগের ব্যানারে লড়াই করবে জামাত। হাফিজের ওই সংগঠন অবশ্য এখনও পাক নির্বাচন কমিশনের নথিভূক্ত হয়নি।
কিন্তু তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কড়া সুরে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে দিল আমেরিকা। গত নভেম্বরে হাফিজকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়ার পরই ক্ষোভ জানিয়েছিল আমেরিকা। এবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বিদার ন্যুয়ের্ট সাফ বলেছেন, মুম্বই হামলার মূল চক্রী ছিলেন হাফিজ।তিনিই লস্করের প্রতিষ্ঠাতা। ওই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে আমেরিকা। আমরা হাফিজের ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে বহুবার কথা বলেছি। এতে যা হয়েছিল, তা হল কিছুদিন আগে হাফিজকে গৃহবন্দী করা হয়। এরপর পাকিস্তান আবার তাঁকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিয়েছে। এখন শোনা যাচ্ছে, হাফিজ ভোটে লড়তে চান। যার মাথার দাম আমেরিকা ১০ লক্ষ মিলিয়ন ডলার ঘোষণা করেছে, তিনি ভোটে লড়াই করবেন-এ কথা আমাদের কাছে খুবই উদ্বেগজনক।
গত ২৪ নভেম্বর হাফিজকে ছেড়ে দেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হয়, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।
ন্যুয়ের্ট বলেছেন, হাফিজের সংগঠনই সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী। ওই সংগঠনকে বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে আমেরিকা। এজন্য যথেষ্ট কারণও রয়েছে। এ ব্যাপারে কোনও গোয়েন্দা তথ্য আমেরিকা নিশ্চয় পাকিস্তানকে দেবে। পাকিস্তান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছেন ন্যুয়ের্ট।
পাকিস্তান সরকার তাদের দেশের মানুষকে হাফিজের মাথার দাম ঘোষণার কথা মনে করিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র।
২০০৮-এর মুম্বই হামলার পিছনে জামাতেরই হাত ছিল বলে মনে করা হয়। ওই হামলায় ছয় আমেরিকান সহ ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।
হাফিজের ভোটে লড়ার সম্ভাবনায় গভীর উদ্বেগ আমেরিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2017 08:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -