ওয়াশিংটন: আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম জঙ্গি সংগঠন আল কায়েদার প্রথমসারির নেতা কারি ইয়াসিন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সূত্রে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানে বেশ কয়েকটি জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল ইয়াসিন।
২০০৮-এর ২০ সেপ্টেম্বর ইসলামাবাদের ম্যারিয়ট হোটেল এবং ২০০৯-র লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলার ঘটনায় যুক্ত ইয়াসিন। তাকে গত ১৯ মার্চ পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ড্রোন হামলায় খতম করেছে আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস জানিয়েছেন, যে সব জঙ্গিরা ইসলামের বদনাম করে এবং নিরীহ মানুষদের হত্যা করে, তারা যে রেহাই পাবে না, কারি ইয়াসিনের মৃত্যু তারই প্রমাণ।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, বালুচিস্তানের এই প্রথমসারির জঙ্গি নেতার সঙ্গে তেহরিক-ই-তালিবানের যোগ ছিল এবং ম্যারিয়ট হোটেলে হামলা সহ সে আল কায়েদার একাধিক নাশকতার সঙ্গে জড়িত ছিল। ম্যারিয়ট হোটেলে হামলায় মার্কিন বায়ূ ও নৌ বাহিনীর দুই আধিকারিকেরও মৃ্ত্যু হয়েছিল।
২০০৯-এ শ্রীলঙ্কার দলের ওপর হামলায় ছয় পাক পুলিশ ও দুই সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। শ্রীলঙ্কা দলের ছয় সদস্যও জখম হয়েছিলেন।
ইয়াসিনকে পাকিস্তানি তালিবানের ঘনিষ্ট সহযোগী আখ্যা দিয়ে সংগঠনের মুখপাত্র জানিয়েছে, আল কায়েদার এই নেতা ছিল মুজাহিদিনদের প্রশিক্ষক। মার্কিন ড্রোন হামলায় ইয়াসিনের তিন সঙ্গীও মারা গিয়েছে।
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় খতম শ্রীলঙ্কা দলের ওপর হামলায় জড়িত আল কায়েদা নেতা ইয়াসিন
ABP Ananda, web desk
Updated at:
26 Mar 2017 09:27 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -