ওয়াশিংটন: ভারত-পাক সম্পর্কের উত্তেজনা প্রশমনে আলোচনার ওপর গুরুত্ব দিল আমেরিকা। দ্বিপাক্ষিক টানাপোড়েন কমাতে আমেরিকা ভারত-পাক সামরিক কর্তৃপক্ষের যোগাযোগকে উত্সাহ দিচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন বলেছে, দুই প্রতিবেশীর সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন মার্কিন আধিকারিকরা।


পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেছেন, ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যে কোনও রকম উত্তেজনা প্রশমনে এ ধরনের আলোচনা চালিয়ে যাওয়াকে উত্সাহিত করছে আমেরিকা।

উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা বলেন কুক।

কুক বলেছেন, ভারত-পাক সম্পর্কের উত্তেজনা প্রশমিত হওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন বিদেশ সচিব অ্যাশটন কার্টার ও মার্কিন সরকার।

পরমাণু অস্ত্রের প্রসার রোধের ব্যাপারেও আমেরিকার অবস্থান খুবই স্পষ্ট বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি। পরমাণু অস্ত্র কোনওভাবেই যাতে সন্ত্রাসবাদীদের নাগালের বাইরে রাখার জন্য আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ সচেষ্ট।