ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কংগ্রেসের মতানৈক্যের জেরে বড়দিনের উৎসবের আগে সমস্যায় পড়ে গেলেন আট লক্ষ সরকারি কর্মী। তাঁদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হতে পারে অথবা বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হতে পারে। কারণ, ট্রাম্পের প্রস্তাব অনুসারে মেক্সিকো থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রাচীর তৈরির জন্য ৫০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেনি মার্কিন কংগ্রেস। এই প্রস্তাবে তীব্র আপত্তি জানান ডেমোক্র্যাটরা। ফলে প্রস্তাবটি পাশ করানো যায়নি। এর জেরে বেশ কয়েকটি দফতরের জন্য অর্থ বরাদ্দ করা যায়নি। আজই বড়দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে কংগ্রেসের অধিবেশন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের সংগঠনের প্রধান ডেভিড কক্স জানিয়েছেন, ‘সরকারি কাজকর্মের জন্য অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে ব্যর্থতা লজ্জাজনক। এটা মানা যায় না। করদাতাদের অর্থের অপচয় করা হচ্ছে। এটা সহজেই এড়ানো যেত। প্রেসিডেন্ট ও কংগ্রেসের কর্তব্যে ত্রুটির ফলেই এটা হয়েছে।’
মার্কিন সরকার সূত্রে জানা গিয়েছে, সামরিকবাহিনী ও স্বাস্থ্য দফতর সহ বিভিন্ন বিভাগের জন্য ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত অর্থ বরাদ্দ করা আছে। কিন্তু শনিবার পর্যন্ত ২৫ শতাংশ বিভাগের জন্য অর্থ বরাদ্দ করা যায়নি। এর ফলে নাসার অধিকাংশ কর্মীকেই ছুটি দেওয়া হবে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদেরও ছুটিতে পাঠানো হবে।