পেশোয়ার: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার দুই প্রবাদপ্রতিম বলিউড অভিনেতা রাজ কপূর ও দিলীপ কুমারের পৈত্রিক ভিটে সমেত দেশ বিভাজনের আগের ২৫টি ভবন কেনার কথা ভাবছে। রাজ কপূর, দিলীপ কুমারের বাড়িদুটিকে ইতিমধ্যেই জাতীয় সম্পত্তি ঘোষণা করা হয়েছে। কপূর হাভেলি নামে পরিচিত কিসা খাওয়ানি বাজারের বাড়িতে জন্ম হয়েছিল রাজ কপূর, তাঁর কাকা ত্রিলোক কপূরের। রাজের ঠাকুর্দা দেওয়ান বশেশ্বরনাথ কপূর ১৯১৮ থেকে ১৯২২ এর মধ্যে সেই বাড়ি তৈরি করেছিলেন। প্রবীণ দিলীপ কুমারের ১০০ বছরের পুরানো পৈত্রিক বাড়িও পেশোয়ারের কিসা খাওয়ানি বাজারে। বাড়িটি এখন ভগ্নদশায়। ২০১৪-য় নওয়াজ শরিফ সরকার ফেডেরাল প্রত্নসামগ্রী আইনে সেটি জাতীয় সম্পত্তির তালিকায় আনে।
সূত্রের খবর, ২৫টি প্রাক-দেশভাগ পর্বের বাড়ি কিনতে ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে প্রাদেশিক সরকার। প্রত্নতত্ত্ব বিভাগকে ৭০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে চলতি অর্থবর্ষে বাড়িগুলির বর্তমান হাল সংক্রান্ত রিপোর্ট তৈরির জন্য। ওই রিপোর্ট অনুমোদন মেলার পরই বাড়িগুলির কেনার প্রক্রিয়া শুরু হবে বলে খবর সূত্রের।
৭৭টি বাড়িকে জাতীয় ঐতিহ্যবাহী বলে ঘোষণা করেছে পাক সরকার, যার ৫২টি সরকারি সম্পত্তি, বাকি ২৫টি স্থানীয় বাসিন্দাদের মালিকানাধীন।