ওয়াশিংটন: ৬ মুসলিম-প্রধান দেশের বাসিন্দাদের ভিসা দিতে নতুন নিয়ম চালু করল মার্কিন প্রশাসন। এবার থেকে আমেরিকার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক থাকলেই এই ৬টি দেশের নাগরিক বা উদ্বাস্তুরা মার্কিন মুলুকের ভিসা পাবেন।


চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা মার্কিন অভিবাসন নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তিকে আংশিক সম্মতি দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট।


এরপরই, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে সংশ্লিষ্ট ৬টি দেশের সকল আবেদনকারীকে প্রমাণ দিতে হবে যে, তাঁদের অভিভাবক, স্বামী/স্ত্রী, সন্তান, সাবালক ছেলে বা মেয়ে, জামাতা, পুত্রবধূ মার্কিন নাগরিক।


নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে— ঠাকুর্দা/ঠাকুমা, দাদু/দিদা, নাতি/নাতনি, কাকা, মামা, ভাইপো/ভাইঝি, ভাগ্না/ভাগ্নী, তুতো ভাই/বোন, শালা/ভগ্নীপতি, শালী/ননদ, দেওর/ভাসুর, বাগদত্তা সহ অন্যান্য আত্মীয়কে ‘ঘনিষ্ঠ’ পারিবারিক সম্পর্ক হিসেবে গণ্য করা হবে না।