বেজিং: দোকানে কিছু জিনিস দেখতে গিয়ে ভেঙে গেলে কিনতে হবে- এমন লেখা সাইনবোর্ড  বিরল নয়। আসলে ক্রেতাদের জিনিসপত্র দেখার সময় সতর্ক থাকার কথা মনে করিয়ে দিতেই ওই সাইনবোর্ড থাকে। ক্রেতা হিসেবে এই  দায়িত্বশীলতা সবক শিখতে কঠিন মূল্য চোকাতে হল চিনের এক মহিলাকে। ইউনান প্রদেশে একটি গহনার দোকানে গিয়ে চুড়ি দেখছিলেন ওই মহিলা। হাতে পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন চুড়িটি।কিন্তু দাম জানতে পেরে তড়িঘড়ি হাত থেকে খুলে ফেলতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায় চুড়িটি। ভারতীয় মুদ্রায় চুড়িটির দাম ২৮,৩৬,৪৬০ টাকা।


এতগুলি টাকা গুনাগার দিতে হবে ভেবে অজ্ঞান হয়ে যান তিনি।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দোকানের মালিক লিন ওয়েই বলেছেন, আতঙ্কে অজ্ঞান হয়ে যান ওই মহিলা। কিন্তু হাসপাতালে চিকিত্সার পর তিনি ভালো আছেন।

মহিলার আর্থিক অবস্থা ভালো নয়। এ কথা বিবেচনা করে ভেঙে যাওয়া চুড়ির দাম নিয়ে মহিলার পরিবারের সঙ্গে দোকানের একটা রফা হয়। মহিলার পরিবার ৬,৫২,৬৭২ টাকা দিতে রাজি হয়েছে।