ওয়াশিংটন: পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সফরকারী মার্কিন নাগরিকদের সন্ত্রাসবাদী হামলার বিপদ সম্পর্কে সাবধান করে দিল ওয়াশিংটন প্রশাসন। বিশ্বব্যাপী দেওয়া সতর্কবার্তায় মার্কিন বিদেশ দপ্তর বলেছে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদীরা আঘাত হানতে পারে বলে শঙ্কা মার্কিন সরকারের। মার্কিন প্রশাসনিক ভবন, তাদের কার্যালয় ও মার্কিন নাগরিকরা সন্ত্রাসের নিশানা হতে পারেন। মার্কিন নাগরিকরা অবশ্যই আফগানিস্তান সফর এড়িয়ে যান, কেননা ওই অঞ্চলের কোনও দেশই হিংসার বিপদের বাইরে নেই। বেশ কিছু শক্তিশালী সন্ত্রাসবাদী সংগঠন, দেশীয় সম্প্রদায়ভিত্তিক গোষ্ঠী ও অন্য জঙ্গি বাহিনীগুলিও পাকিস্তানে মার্কিন নাগরিকদের সামনে বিপদ। সন্ত্রাসবাদী শক্তিগুলি ভারতেও সক্রিয়। সাম্প্রতিক এক জরুরি বার্তায় তেমনই বলা হয়েছে। বাংলাদেশেও নানা ধরনের প্রতিষ্ঠানকে নিশানা করেছে সন্ত্রাসবাদীরা।