ইসলামাবাদ: হিজবুল মুজাহিদিনকে 'নিষিদ্ধ বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন' হিসাবে চিহ্নিত করার মার্কিন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক বলে জানাল পাকিস্তান।


হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দু মাসের মাথায় পাকিস্তানে লালিত পালিত তার জঙ্গি সংগঠনকে গত বুধবার ওই তকমা দেয় ওয়াশিংটন।

ভারত অবশ্য বলেছে, এই পদক্ষেপ বহুদিনের প্রত্যাশিতই। বিদেশমন্ত্রকের মুখপাত্র মার্কিন সিদ্ধান্তকে কাঙ্খিত বলে স্বাগত জানিয়েছেন।

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া আমেরিকার সিদ্ধান্তের পিছনে 'কাশ্মীরীদের ৭০ বছরের সংগ্রাম' মাথায় রাখা হয়নি বলে মন্তব্য করেন। বলেন, কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করা লোকজন বা গোষ্ঠীকে সন্ত্রাসবাদী চিহ্নিত করা পুরোপুরি অর্থহীন। কাশ্মীর আন্তর্জাতিক মহলে বিতর্ক হিসাবে স্বীকৃত। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে প্রস্তাব রূপায়ণ হওয়ার জন্য পড়ে রয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমেরিকার এই পদক্ষেপে আমরা হতাশ।

'কাশ্মীরের মানুষের সংগ্রামের প্রতি পাকিস্তানের নৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক সমর্থন' অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাকিস্তান কি বিষয়টি আমেরিকার কাছে তুলবে? জাকারিয়া বলেন, যখনই দুপক্ষের মুখোমুখি কথা হয়, আমাদের যাবতীয় উদ্বেগ, উত্কন্ঠা ওদের জানাই।

জাকারিয়ার দাবি, গুলি বা গালিগালাজে কাশ্মীর সমস্যা মিটবে না বলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিমত জানিয়েছেন, তা পাকিস্তানের এই অবস্থানই তুলে ধরেছে যে, খোলাখুলি ও ন্যায়সঙ্গত পথে গণভোটেই একমাত্র কাশ্মীর ইস্যুর সমাধান সম্ভব।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের তথ্যানুসন্ধানী দলকে সেখানে যাওয়ার অনুমতি দিতেও ভারতকে অনুরোধ করেন জাকারিয়া।