ওয়াশিংটন: ভারতের ‘মিশন শক্তি’-র সমালোচনা করে কৃত্রিম উপগ্রহের ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়া নিয়ে নাসা আশঙ্কা প্রকাশ করলেও, সেই সমালোচনা উড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মহাকাশ বিজ্ঞানের বিষয়ে ভারতের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করে জানান, এর ফলে ভারত মহাকাশে শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে। তবে নাসা অধিকর্তা জিম ব্রাইডেনস্টাইন ভারতের এই অভিযানের সমালোচনা করে বলেন, ‘ভারতের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ধ্বংসের পরীক্ষা ভয়াবহ ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের উপর ৪০০টি টুকরো ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহটির ৬০টি টুকরো শনাক্ত করা সম্ভব হয়েছে। তার মধ্যে ২৪টি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষে বিপজ্জনক।’
তবে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র রবার্ট প্যালাডিনো বলেছেন, ‘মহাকাশে কৃত্রিম উপগ্রহের ধ্বংসস্তুপের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্বেগের বিষয়। আমরা এ বিষয়ে ভারত সরকারের মন্তব্য দেখেছি। ভারতের সঙ্গে আমরা সহযোগিতা করছি। ভারতের সঙ্গে মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।’
ভারতের সঙ্গে সহযোগিতা করা হবে, কৃত্রিম উপগ্রহের ধ্বংসস্তুপ নিয়ে নাসার সমালোচনা উড়িয়ে জানাল আমেরিকা
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2019 06:36 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -