নেপাল: দক্ষিণ নেপালে ব্যাপক শিলাবৃষ্টির জেরে ২৫ জনের মৃত্যু। আহত প্রায় ৪০০-র বেশী মানুষ।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, রবিবার রাত্রে বারা ও পরসা জেলার গ্রামগুলিতে প্রথম আছড়ে পড়ে ঝড় ও শিলাবৃষ্টি। কাটমান্ডুর দক্ষিণে ১২৮ কিলোমিটার দূরে বারা জেলায় ঝড়ের দাপটে ২৪ জনের মৃত্যু হয়েছে। পরসা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
জাতীয় জরুরী পরিস্থিতি মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। আহত ও নিহতদের পরিবারের জন্য দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
সূত্রের খবর, পরিস্থিতির মোকাবিলা ও ত্রাণ কার্যের জন্য পুলিশ ও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।
ব্যাপক শিলাবৃষ্টির জেরে দক্ষিণ নেপালে ২৫ জনের মৃত্যু, আহত ৪০০
web desk, ABP Ananda
Updated at:
01 Apr 2019 10:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -