নিউ ইয়র্ক: খুনের চক্রান্ত, চাঁদাবাজি, চুরি, রাহাজানি, অবৈধভাবে অস্ত্র মজুত সহ আরও একাধিক অপরাধে অভিযুক্ত ওবায়দুল্লাহ আব্দুল রশিদ রেডিওয়ালাকে (৪৬) ভারতের হাতে তুলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই তার বিরুদ্ধে লাল সংকেত জারি করেছে ইন্টারপোল।


২০১৪ সালে পরিচালক মহেশ ভট্টের বিরুদ্ধে খুনের ছক ও ছবি নির্মাতা করিম মোরানিকে গুলি করার মতো ঘটনায় মূল অভিযুক্ত এই ওবায়দুল্লাহ আব্দুলরশিদ রেডিওয়ালা। ২০১৫ সালে রেডিওয়ালার বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অব অরগানাইসড ক্রাইম অ্যাক্ট অনুযায়ী জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়না জারি করে আদালত। তারপরই ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই রেডিওয়ালেকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এবার দাগী দুষ্কৃতিকে ভারতে ফেরাতে চলেছে ট্রাম্পের দেশ।


মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাসটমস এনফোর্সমেন্ট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “ভারতে সে (রেডিওয়ালা) মোস্ট ওয়ান্টেড। তার বিরুদ্ধে খুনের চক্রান্ত, অপরাধ সংগঠিত করা, চাঁদাবাজি, চুরি এবং অবৈধ অস্ত্র মজুত রাখার মতো একাধিক অভিযোগ রয়েছে।” উল্লেখ্য, নিউ ইয়র্কের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনসের হাতে ২০১৭ সালে গ্রেফতার হন এই ওবায়দুল্লাহ আব্দুল রশিদ। নিউ জার্সিতে অবৈধভাবে থাকার অপরাধেই তাকে গ্রেফতার করা হয়। এবার তাকে ভারতের হাতে তুলে দিতে উদ্যোগী হল তাঁরা।