ওয়াশিংটন:‌ আমেরিকার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবার কোভিড আক্রান্ত হলেন। নির্বাচনের প্রচারে বেরিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড ধরা পড়েছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও। তাঁদের এক ছেলে ব্যারনেরও সে সময় কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এ বার ট্রাম্প পরিবারের বড় ছেলে করোনায় আক্রান্ত হলেন। বাবার জন্য ভোট চেয়ে তিনিও প্রচারে বেরিয়েছিলেন। এখনও পর্যন্ত উপসর্গহীন হওয়ায় আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
জুনিয়র ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতেই করোনা সংক্রমণ ধরা পড়ে জুনিয়র ট্রাম্পের শরীরে। তারপর থেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। কঠোরভাবে কোভিড নির্দেশিকা মনে চলছেন জুনিয়র ট্রাম্প। চিকিত্‍‌সকদের পরামর্শও নিচ্ছেন তিনি।
এদিকে, আমেরিকায় থামছে না এই মারণ ভাইরাসের মৃত্যুমিছিল। বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আমেরিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করেছে। এদিকে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতেও শুক্রবার করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষে ছুঁয়ে ফেলল। আমেরিকা, ব্রাজিল, ভারতের পর এই নজির মেক্সিকোর।
আমেরিকায় বিগত চার সপ্তাহের মধ্যে করোনায় মৃত্যু হার ৪২ শতাংশ বেড়েছে। অক্টোবরের গোড়ায় মার্কিন মুলুকে দৈনিক গড় মৃত্যু ছিল ৮২১। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দৈনিক মৃত্যুর গড় বেড়ে হয়েছে ১,১৬৭।দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ।