গত বছর আল কায়েদার পক্ষ থেকে হামজার এক বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই বিবৃতিতে সৌদি আরবের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বছরের মার্চে তাঁর নাগরিকত্ব রদ করে সৌদি আরব। এরপর ৩১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম দাবি করে, হামজার মৃত্যু হয়েছে। তবে সেই খবরের সত্যতা জানা যায়নি। এবার অবশ্য স্বয়ং মার্কিন প্রেসিডেন্টই হামজার মৃত্যুর খবর জানালেন। মার্কিন অভিযানে নিহত লাদেনের ছেলে, জানালেন ট্রাম্প
Web Desk, ABP Ananda | 14 Sep 2019 08:40 PM (IST)
তবে কবে, কোথায় এবং কখন লাদেনের ছেলের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।
নয়াদিল্লি: আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে মার্কিন সেনার সন্ত্রাস দমন অভিযানে নিহত আল কায়েদা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। এক বিবৃতিতে এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে, কোথায় এবং কখন লাদেনের ছেলের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।