ওয়াশিংটন: বেঙ্গালুরুতে কাশ্মীর নিয়ে তাদের অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান ওঠার অভিযোগে নয়াদিল্লি যে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু করেছে, তাদের প্রচ্ছন্ন সমর্থনই জানাল আমেরিকা। সরাসরি মানবাধিকার রক্ষা সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা নিয়ে কোনও মত অবশ্য জানাননি মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র মার্ক টোনার। তবে তাঁরা যে খোলাখুলি, অবাধ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট জানান তিনি। টোনার বলেন, আমরা অবশ্যই নাগরিক সমাজের মাধ্যমে সহ যে কোনও অবাধ মতামত প্রকাশ, জমায়েতের স্বাধীনতাকে সমর্থন করি। দুনিয়ার সর্বত্র এটাই করি আমরা। সেইসঙ্গে তিনি বলেন, আমাদের নজরে এ খবর এসেছে যে, বেঙ্গালুরু পুলিশ অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্তে নেমেছে। তদন্তের ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা বেঙ্গালুরু পুলিশের সঙ্গে কথা বলুন। কিন্তু অবশ্যই অ্যামেনেস্টি ও অন্যদের খোলাখুলি নিজেদের মতামত প্রকাশের অধিকারকে সম্মান করি।
১৩ আগস্টের অনুষ্ঠান ঘিরে বিতর্কে জড়িয়েছে অ্যামেনেস্টি। বেঙ্গালুরুতে জম্মু ও কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার’ লোকজনের সমর্থনে তাদের অনুষ্ঠানে বিতর্ক, কথাকাটাকাটিতে জড়ায় দুপক্ষ। সেখানে ভারত-বিরোধী ও পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তাদের কেউ কোনও স্লোগান দেয়নি বলে জানায় অ্যামেনেস্টি।
বেঙ্গালুরু: অ্যামেনেস্টি-র মত প্রকাশের অধিকারকে সমর্থন করে, জানাল আমেরিকা
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2016 04:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -