নয়াদিল্লি: দক্ষিণ চিন সমুদ্রে যুদ্ধবিমানবাহী জাহাজ নিয়ে মহড়া চালাচ্ছিল আমেরিকা, তখনই হঠাৎ করে সেনাবাহিনীর মহড়া শুরু করে দেয় চিন। এই অভিযোগ তুলে চিনের কড়া সমালোচনায় নেমেছে পেন্টাগন। তাদের বক্তব্য অহেতুক বাজার গরম করার জন্যই ইচ্ছা করে এই কান্ডটা করেছে চিন। পাল্টা প্রতিক্রিয়ায় চিন জানিয়েছে, এরকম কোনও উদ্দেশ্য নিয়েই সেনা মহড়া তারা করেনি। বিষয়টির অপব্যাখ্যা করে আমেরিকাই বরং উত্তেজনার সৃষ্টি করছে।
প্রসঙ্গত, সমুদ্রপথের দখল এবং হংকংয়ে ব্যবসায়িক দখল নেওয়া নিয়ে কিছুদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে চীন ও আমেরিকার। ক্রমশই তার পারদ চড়ছে।
১ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ চীন সাগর মালবাহী জাহাজ চলাচল এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বছরে এখান দিয়ে তিন ট্রিলিয়ন ডলারের পণ্য যাতায়াত করে। প্রতিবেশী দেশগুলির যথেষ্ট আপত্তি সত্ত্বেও এবং তাদের সামরিক দুর্বলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে চীন এই সাগরের প্রায় ৯০ শতাংশ নিজেদের কব্জায় রেখেছে বলে অভিযোগ। ওয়াকিবহাল মহল মনে করছে, ইউএসএস নিমিৎস এবং ইউএসএস রোনাল্ড রেগন যুদ্ধবিমান পরিবাহী জাহাজদুটি আমেরিকা জলে ভাসানোর পর পরই সামরিক মহড়া শুরু করে চীন আসলে এই বার্তাই দিতে চেয়েছে যে এই জলপথের তারাই মালিক।
তবে আমেরিকা যখন চিনকে দোষারোপ করেছে, তখন চিন সাফ জানিয়েছে যে তারা বেশ কিছুদিন আগেই ঘোষণা করে রেখেছিল যে জুলাই থেকে তারা মাসে সপ্তাহে পাঁচ দিন করে সমর মহড়া দেবে। সাম্প্রতির মহড়া ছিল তারই অঙ্গ। চিন এমনকী পারাসিল দ্বীপ সংলগ্ন এলাকায়ও মহড়া দেওয়ার কথা ঘোষণা করেছে। এই দ্বীপ নিজেদের বলে দাবি করে আসছে চিন এবং ভিয়েতনাম উভয়ই। ভিয়েতনাম তো বটেই, বেজিংয়ের আগ্রাসী মানসিকতার সমালোচনা করেছে মালয়েশিয়া, ফিলিপিন্সের মতো দেশগুলিও।
চিনা মহড়া, পাল্টা দক্ষিণ চিন সমুদ্রে যুদ্ধবিমানবাহী জাহাজ পাঠাল আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2020 06:20 PM (IST)
দক্ষিণ চিন সমুদ্রে যুদ্ধবিমানবাহী জাহাজ নিয়ে মহড়া চালাচ্ছিল আমেরিকা, তখনই হঠাৎ করে সেনাবাহিনীর মহড়া শুরু করে দেয় চিন। এই অভিযোগ তুলে চিনের কড়া সমালোচনায় নেমেছে পেন্টাগন। তাদের বক্তব্য অহেতুক বাজার গরম করার জন্যই ইচ্ছা করে এই কান্ডটা করেছে চিন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -