মিয়ামি:  ছ বছরের দাদা এবং তারই ১৩ দিনের ছোট বোনকে গাড়িতে রেখে কেনাকাটা করতে যান মা। সেই সেসময়ই নিজের সদ্যজাত বোনের কান্না থামাতে কার্যত দেওয়ালের সঙ্গে মাতা থেঁতলে হত্যা করল দাদা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ফ্লোরিডায়।


শিশুগুলোর মা ৬২ বছরের ক্যাথলিন মেরি স্টেলিকে নিজের সদ্যজাত শিশুকে অবহেলার অভিযোগে আদালতে তলব করা হয়েছে। প্রসঙ্গত, ৬২ বছরের ক্যাথলিনের তিনটি সন্তান রয়েছে। ফ্র্যাঙ্কি (৬), ফিলিপ (৩) এবং ১৩ দিনের ক্যাথলিন। ক্যাথলিনকে কৃত্তিম উপায় জন্ম দিয়েছেন তাঁর মা ক্যাথলিন, তাঁর মৃত স্বামীর সংরক্ষণ করে রাখা শুক্রাণু দিয়ে।

নিজের তিন সন্তানকে একটি মিনি ভ্যানে বন্ধ করে রেখে শপিং করতে চলে গিয়েছিলেন ক্যাথলিন। বাইরে থেকে গাড়ির-দরজা জানলা সব বন্ধ করে রেখে চলে গিয়েছিলেন।

এইসময়েই গাড়ির মধ্যে থেকে সদ্যজাত শিশুটি কাঁদতে শুরু করেন। তখনই গাড়ির থেকে সদ্যজাত বোনকে বের করে এনে উল্টোদিক করে একাধিকবার নাচাতে শুরু করে ফ্র্যাঙ্কি। কখনও মেঝেতে উঁচু থেকে ফেলে দেয়। তারপর তাকে ভয় দেখাতে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে, মুখ থেঁতলে দেয়, যাতে সে ভয় আর না কাঁদতে পারে।

মা দোকান থেকে ৪০ মিনিট পর ফিরলে ফ্র্যাঙ্কি মাকে সব কথাই জানায়। কিন্তু নির্বিকার ক্যাথলিন দুঘন্টার আগে বাড়িই ফেরেন না।
কিন্তু যখন বাড়ি ফেরেন তখন শিশুটি এমনিতেই ঠাণ্ডা এবং নীল হয়ে যায়। বাড়ির কাছে এক নার্সকে নিয়ে গিয়ে তখন শিশুটিকে দেখায় ক্যাথলিন। তখন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ক্যাথলিকে যাঁরা চেনেন তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন তিনি একজন মারাত্মক স্বার্থপর মা। তাঁর সন্তানরা প্রত্যেকেই মারাত্মক ভাবে অবহেলিত। ফ্র্যাঙ্কি এবং ফিলিপের ব্যবহারগত মারাত্মক সমস্যা রয়েছে। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের দাবি ফ্র্যাঙ্কি পরিস্থিতির শিকার। ক্যাথলিনকেই পুরো পরিস্থিতির জন্যে দায়ি করা হয়েছে।