মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেছেন, মুসলমানদের প্রতি চিনদের ভণ্ডামি আর বিশ্বের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারা একদিকে নিজেদের দেশের মাটিতে দশলাখের ওপর মুসলমান নাগরিককে নির্যাতন করছে, অন্যদিকে, হিংস্র ইসলামীয় জঙ্গি গোষ্ঠীগুলিকে রাষ্ট্র সঙ্ঘের নিষেধাজ্ঞার হাত এড়িয়ে চলতে সাহায্য করছে।
দেখুন তাঁর টুইট
তবে জৈশ বা মাসুদ আজহারের নাম তিনি উল্লেখ করেননি।
১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসের পর আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবিতে রাষ্ট্র সঙ্ঘে প্রস্তাব আনে। কিন্তু ভেটো দিয়ে বাধা দেয় চিন। প্রস্তাব আটকে দিয়ে তারা দাবি করে, তা ভালভাবে পড়তে তাদের আরও সময় লাগবে। যদিও একমাত্র চিন ছাড়া রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের অন্য সবকটি সদস্য দেশ এই প্রস্তাব সমর্থন করেছিল।
চিনের বিরুদ্ধে অভিযোগ, ১০ লাখের বেশি উইঘুর মুসলমান, কাজাখ ও অন্যান্য মুসলিম নাগরিককে ২০১৭-র এপ্রিল থেকে জিংজিয়াংয়ের ক্যাম্পে কোনও অভিযোগ ছাড়াই আটকে রেখেছে তারা। এই বন্দিদের পরিবারের কয়েকজনের সঙ্গে পম্পেও দেখা করেছেন। পরস্পর বিরোধী নীতি ত্যাগ করে আটকদের অবিলম্বে মুক্ত করার দাবি করেছেন তিনি।