ওয়াশিংটন: এফ-১৬ যুদ্ধবিমানের পর এবার পাকিস্তানকে সামরিক হেলিকপ্টার বিক্রি করার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, ফরেন মিলিটারি সেলস (এফএমএস) বা দুই দেশের মধ্যে সরাসরি চুক্তির আওতায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৯টি ‘এএইচ-১জেড ভাইপার’ অ্যাটাক চপার বিক্রি করা হবে। জানা গিয়েছে, কপ্টারগুলি টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এবং আমারিলোতে নির্মাণ করা হবে। ২০১৮ সালের মধ্যে তা হস্তান্তর করা হবে।
এখানেই শেষ নয়। চপারের পাশাপাশি বিভিন্ন সামরিক যন্ত্রাংশও বিক্রি করবে পেন্টাগন। এর মধ্যে রয়েছে— ৯টি অতিরিক্ত ফুয়েল কিট, ৩২টি ইঞ্জিন, এক হাজার এজিএম-১১৪ আর হেলফায়ার মিসাইল, ৩৬টি টেকনিক্যাল রিফ্রেশ মিশন কম্পিউটার্স, ১৭ এএন/এএকিউ-৩০ টার্গেট সাইট সিস্টেম, ৩০টি ২৯এফ-২৩ আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি/ভেরি হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন সিস্টেম।
তালিকায় আরও রয়েছে— ১৯টি এইচ-৭৬৪ এমবেডেড জিপিএস/ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম, ৩২টি হেলমেট মাউন্টেড ডিসপ্লে/অপটিমাইজড টপ আওল, ১৭টি এপিএক্স-১১৭এ আইএফএফ, ১৭টি এন/এএআর-৪৭ মিসাইল ওয়ার্নিং সিস্টেম, ১৭টি এন-/এএলই-৪৭ কাউন্টারমেজার ডিসপেন্সার সেট, ১৮টি এএন-এপিআর-৩৯সি রেডার ওয়ার্নিং রিসিভার, ১৫ জয়েন্ট মিশন প্ল্যানিং সিস্টেম এবং ১৭টি এম১৯৭ ২০এমএম গান-সিস্টেম।
মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, হেলিকপ্টার সমেত গোটা চুক্তির মূল্য ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের এপ্রিল মাসে এই চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবগত করে ওবামা প্রশাসন। সেখানে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস-দমন ও অনুপ্রবেশ রুখতে পাকিস্তানের লড়াইকে সহায়তা করতে এই সামরিক সরঞ্জাম বিক্রি করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করার ঘোষণা করে ওবামা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে ভারত।
যুদ্ধবিমানের পর এবার পাকিস্তানকে চপার, সামরিক সরঞ্জাম বেচবে আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 12:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -