রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তানের কুখ্যাত জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার জন্য নতুন করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এই তিন দেশই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো দেওয়ার অধিকারী। ফলে জইশ প্রধানের উপর চাপ বাড়ল। ১০ দিনের মধ্যে মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনা করবে নিরাপত্তা পরিষদ। মাসুদ নিষিদ্ধ হলে তার সারা বিশ্বে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং অস্ত্র সরবরাহের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হবে।


২০০৯ সালে প্রথমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাব পেশ করে ভারত। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। ২০১৬ সালে পঠানকোটে হামলার পর ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স মাসুদকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করে। কিন্তু সেবারও এই জঙ্গি নেতাকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স ফের একই প্রস্তাব পেশ করে। কিন্তু এই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয় চিন। এবার তাদের কী ভূমিকা হয়, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।