বেজিং: পুলওয়ামা হামলার জবাবে পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনার একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার প্রেক্ষাপটে দুদেশকেই সংযম দেখানোর ডাক দিল চিন। বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তান উভয়েই সংযম দেখিয়ে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে আরও কিছু করবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি তিনি ভারতকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানোর পরামর্শও দেন।
ভারতীয় বায়ুসেনার অভিযানের কয়েক ঘন্টা বাদে সাংবাদিকরা চিনের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্রটি বলেন, আমরা সংশ্লিষ্ট রিপোর্ট দেখেছি। আমি বলতে চাই, ভারত ও পাকিস্তান, দুটোই দক্ষিণ এশিয়ার দেশ। দুজনের মধ্যে সুন্দর, স্থিতিশীল সম্পর্ক, সহযোগিতাই তাদের উভয়ের স্বার্থ পূরণ করতে পারে, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে পারে।