নিউ ইয়র্ক : করোনা থাবা হোয়াইট হাউসে (White House)। কোভিডে আক্রান্ত (Covid Positive) মার্কিন ভাইস প্রেসিডেন্ট (US Vice President) কমলা হ্যারিস (Kamala Harris)। মারণ ভাইরাসে আক্রান্ত হলেও কোনও উপসর্গ (asymptomatic) নেই ভারতীয় বংশোদ্ভূত কমলার। পাশাপাশি মাঝে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সংস্পর্শেও আসেননি বলেই খবর হোয়াইট হাউস সূত্রে।


কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারির বিবৃতি


কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি ক্রিস্টেন অ্যালেন বলেছেন, 'মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আরটিপিসিআর টেস্টে (RTPCR Test) যা ধরা পড়েছে। এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্টের কোনও উপসর্গ নেই। তিনি নিজেকে আইসোলেট করে নিয়েছেন এবং বাড়ি থেকেই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন ভাইস প্রেসিডেন্ট।'


ব্যক্তিগত সফরে ব্যস্ত থাকার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা ফার্স্ট লেডির সংস্পর্শে কমলা হ্যারিস আসেননি বলেও জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালানোর পর নেগেটিভ রিপোর্ট পেলে তবেই ফের হোয়াইট হাউসে কমলা হ্যারিস ফিরবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।






ফের চোখ রাঙাচ্ছে করোনা


প্রসঙ্গত, গোটা বিশ্বেই ফের অল্প অল্প করে বাড়ছে করোনার প্রভাব। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ২০ হাজার ১৪৪ জনের। 
মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯৯ লক্ষ ৪৬ হাজার ৬৬৭। ইতিমধ্যে করোনার একাধিক ধাক্কা বয়ে গিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর দিয়েই। ভারতের ওপর দিয়েও বয়ে গিয়েছে তিনটে ঢেউ। ক্রমশ করোনা ভাইরাসের বিষাক্ত প্রভাব কমলেও বেড়েছে সংক্রমণ ক্ষমতা। এই অবস্থায় আতঙ্কিত না হয়েও করোনাবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ বারবার দিচ্ছেন চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও পড়ুন- ফের চোখ রাঙাচ্ছে করোনা, পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর চিকিৎসকদের