ওয়াশিংটন: আগামীদিনে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে বাস্তবে কী ব্যবস্থা নেয়, সেটা দেখার জন্য অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কূটনীতিবিদ অ্যালিস জি ওয়েলশ। তিনি সম্প্রতি মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ওয়েলশ বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রই সেই ব্যবস্থা করবে। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, সেটা পাকিস্তানের সার্বভৌম বিষয়। এটা আমেরিকার নির্দেশের বিষয় নয়। আমরা আমাদের কৌশলের কথা জানিয়েছি। আমরা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখছি। তবে ওরা আমাদের সঙ্গে একযোগে কাজ করবে কি না, সেটা ওদের ব্যাপার। ওরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে বিদেশ সচিব বলেই দিয়েছেন, আমরাই ব্যবস্থা করে নেব।’
পাকিস্তান সফরে গিয়ে টিলারসন বলেন, তালিবানকে আলোচনায় বসানোর জন্য উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। এরপর ওয়েলশ বলেছেন, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে পাকিস্তান নিজেদের স্বার্থেই জঙ্গিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, তার উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে কতদিন সময় দেওয়া হবে, সেটা এখনই বলা যাচ্ছে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে দ্রুত প্রস্তুত করছে। একইভাবে কূটনৈতিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিবানের বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য।
ওয়েলশ আরও বলেছেন, ২০১৪ সালে পাকিস্তান সরকার তালিবান, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। তালিবানের বিরুদ্ধে সেই লড়াইয়ে সাফল্য পেয়েছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে, এবার অন্যান্য জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও একই ব্যবস্থা নিক পাকিস্তান। ওই জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের মাটি ব্যবহার করছে কি না এবং ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কাজে লাগানো হচ্ছে কি না, তার উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কী করে, তার উপর নজর রাখা হচ্ছে, জানালেন মার্কিন কূটনীতিক
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2017 05:05 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -