হামলাকারীকে জখম করে আরও প্রাণহানি ঠেকান নিউ ইয়র্কের পুলিশ অফিসার
Web Desk, ABP Ananda | 01 Nov 2017 08:41 PM (IST)
নিউ ইয়র্ক: গুলি চালিয়ে উজবেক জঙ্গি সইফুল্লো হবিবুল্লাইভিচ সাইপভকে জখম করে তার তাণ্ডব থামিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ অফিসার রায়ান ন্যাশ। তাঁর উপস্থিতবুদ্ধির প্রশংসা করছেন সবাই। সাইপভকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। সাংবাদিক বৈঠকে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস পি ও’নিল বলেছেন, ‘সন্দেহভাজন জঙ্গি সইফুল্লো হবিবুল্লাইভিচ সাইপভ (২৯) পিকআপ ভ্যান নিয়ে একটি স্কুলবাসে ধাক্কা মারে। সে এক সাইকেল আরোহী ও এক পদযাত্রীকেও ধাক্কা মারে। তার হামলায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন জখম হয়েছেন। পিকআপ ভ্যান থেকে নামার পর সাইপভ হাতে দু’টি বন্দুক নিয়ে পুলিশকর্মীদের মোকাবিলা করার চেষ্টা করছিল। তাকে বন্দুক ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, সে নির্দেশ মানেনি। এরপরেই তার পেটে গুলি করেন পুলিশ অফিসার রায়ান ন্যাশ। তিনিই লোয়ার ম্যানহাটনে তাণ্ডব থামিয়েছেন। তাঁর প্রশংসা করতেই হবে। দমকল বিভাগের কর্মীদেরও প্রশংসা করতে হবে।’ নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও-ও ন্যাশ সহ পুলিশ বিভাগের প্রশংসা করেছেন। ২৮ বছর বয়সি ন্যাশ ২০১২ সালে পুলিশ বিভাগে যোগ দেন। তিনি এখন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ ও এফবিআই-এর যৌথ তদন্তকারী দলের সদস্য।