সংবাদমাধ্যমের নজর এড়াতেই গোপনে শেরিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, জানালেন আইনজীবীরা
Web Desk, ABP Ananda | 01 Nov 2017 06:17 PM (IST)
হিউস্টন: সংবাদমাধ্যমের হুড়োহুড়ি ও অপবিত্রতার আশঙ্কা থাকাতেই সবার নজর এড়িয়ে গোপনে শেরিন ম্যাথুজের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এমনই জানালেন মৃত ভারতীয় শিশুটির দত্তক মা সিনি ম্যাথুজের দুই আইনজীবী মিচেল নলটি ও গ্রেগ গিবস। কোথায় শেরিনের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, সেটা জানা যায়নি। তবে আইনজীবীরা বলেছেন, পারিবারিক প্রথা ও ধর্মীয় বিশ্বাস অনুসারেই শেরিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সিনি, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুরা শেষকৃত্যের সময় হাজির ছিলেন। গত বছর ভারতের একটি অনাথ আশ্রম থেকে শেরিনকে দত্তক নেন সিনি ও তাঁর স্বামী ওয়েসলি ম্যাথুজ। গত ৭ অক্টোবর বাড়ি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শেরিন। ২২ অক্টোবর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডালাসের শহরতলিতে একটি কালভার্ট থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। ওয়েসলিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে। পেশায় নার্স সিনির দাবি, ভোর তিনটেয় যখন শেরিন নিখোঁজ হয়ে যায়, সেই সময় তিনি ঘুমোচ্ছিলেন। তাই শেরিনের মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না।