ওয়াশিংটন: ফের শুটআউট মার্কিন মুলুকে। রবিবার সাউথ ক্যারোলাইনার (South Carolina) হ্য়াম্পটনের একটি ক্লাবে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতী। শুধু এক জায়গায় নয়। সাউথ ক্যারোলাইনা এবং পিটসবার্গ মিলিয়ে মোট তিনটি গুলি চালনার ঘটনা ঘটেছে তাতে সব মিলিয়ে অন্তত ৩১ জন জখম হয়েছেন। মারা গিয়েছে দুইজন নাবালকও।


রবিবার সাউথ ক্যারোলাইনার হ্য়াম্পটনের (Hampton) একটি ক্লাবে গুলি চালনার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, সেখানে ৯ জন জখম হয়েছেন। এই নিয়ে ইস্টার হলিডে সপ্তাহান্তে (easter holiday) একাধিক গুলিচালনার ঘটনা ঘটল। ক্লাবের তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। 


পিটসবার্গে মর্মান্তিক দুর্ঘটনা:
একটি ঘরোয়া পার্টিতে (House Party) গুলি চলে পিটসবার্গে ( Pittsburgh)। সূত্রের খবর ওই পার্টিতে তখন অন্তত শ'খানেক লোক ছিল। অধিকাংশই নাবালক ছিল বলে জানিয়েছ স্থানীয় পুলিশ, খবর সংবাদ সংস্থা সূত্রে। ওই গুলিকাণ্ডে দুজন মারা গিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। নিহত ২ জনেই নাবালক। ওই ঘটনায় আরও আট জন জখম হয়েছেন বলে সূত্রের খবর।


এই নিয়ে বারবার গুলিচালনার ঘটনা ঘটছে মার্কিন মুলুকে। শনিবারই সাউথ ক্যারোলাইনাতে একট মলে গুলি চলে। একাধিক বাসিন্দা জখম হয়েছেন ওই ঘটনায়। গত সপ্তাহে নিউইয়র্কে গুলি চালিয়ে দশ জনকে জখম করেছিল এক দুষ্কৃতী। আইওয়াতেও একটি নাইট ক্লাবে গুলিকাণ্ডে মৃত্যু হয়েছিল দুই জনের। 


এই বছরেই আরও ঘটনা:
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনিয়াপোলিস (Miniapolis) স্কুলের বাইরে দুই ছাত্রকে গুলি করার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের লক্ষ্য করে দুপুরে গুলি করা হয়েছিল। এক ছাত্রকে স্থানীয় হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। তারও ঠিক এক বছর আগে একই রকমভাবে মিশিগানে নিজের স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেবার ১৫ বছরের কিশোরের গুলিতে স্কুল প্রাঙ্গণেই প্রাণ হারিয়েছিল ৩ পড়ুয়া। বারবার এমন ঘটনার পিছনে আমেরিকার বন্দুক নীতির বিরুদ্ধেই আঙুল তুলেছেন অনেকে। পরিস্থিতিতে লাগাম দিতে বন্দুক আইন কড়া করার দাবি তুলেছেন বাসিন্দাদের একটি বড় অংশ।


আরও পড়ুন: ছবিটিতে কী দেখছেন আপনি? কেন দেখছেন এমনটা, রইল কারণ