নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিক্রির জন্য বিজ্ঞাপন অনলাইন সাইটে! এই অদ্ভূত ঘটনা ঘটিয়েছেন মার্কিন ই-কর্মাস স্টোর ইবে-র এক গ্রাহক। বিজ্ঞাপনের ক্যাপশন- ‘অপ্রয়োজনীয়’ পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিক্রি করা হবে।
বিজ্ঞাপনে শরিফকে ‘ব্যবহৃত’ উল্লেখ করে বলা হয়েছে তাঁর আর কোনও ‘প্রয়োজনীয়তা’ নেই। বলা হয়েছে, ‘ক্রেতাকে নিজে থেকেই সংগ্রহ করতে হবে। বিক্রেতা পণ্যটি স্পর্শ করতে ইচ্ছুক নন। আজই মধ্য লন্ডন থেকে সংগ্রহ করুন। বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ঠিকানা দেওয়া হবে। পরিবহনের ব্যবস্থা ক্রেতাকেই করতে হবে’।
বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘সমগ্র পণ্য এবং তার পরিবার দেশদ্রোহী এবং দুর্নীতিগ্রস্ত। কার্যক্ষম নন। কখনই কাজও করেননি। জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত। এই পণ্য কিনলে সঙ্গে বিনামূল্য শাহবাজ শরিফকে পাওয়া যাবে। পাকিস্তানের তুলনায় বেশিরভাগ সময় লন্ডনে, আমেরিকা ও তুরস্কতে পাওয়া। সমস্ত ব্যবসা, সম্পত্তি ও পরিবার লন্ডনে রয়েছে।কিন্তু এরপরও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে চান’।
ইবে-তে বিজ্ঞাপন যিনি পোস্ট করেছেন তাঁর পরিচয় জানা যায়নি।
ইবে-তে আইটেম নম্বর ১৬২০৩৭০১৪৮১৩। বর্তমান নিলাম মূল্য ৬৬,২০০ পাউন্ড। এখনও পর্যন্ত ১০০ জন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন।
উল্লেখ্য, পানামা পেপার্স-এ তথ্য ফাঁসের পর দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন শরিফ। পানামা পেপার্স-এ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরিফ লন্ডনে রয়েছেন।