নিউ ইয়র্ক: ভ্যালেন্টাইনস ডে-তে স্বামীকে অভিনব উপহার দিয়ে চমকে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলা। স্বামী ইনস্টাগ্রামে যত মহিলার ছবি ‘লাইক’ করেছেন, সেই সব ছবির প্রিন্ট বের করে উপহার দিয়েছেন গ্লোরিয়া নামে ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। প্রায় ৪৫ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। অনেকেই নানা মন্তব্য করেছেন।


ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামীর জন্য উপহার সাজাচ্ছেন গ্লোরিয়া। তিনি লাল কাগজে মোড়া বাক্সের উপর কাঠি দিয়ে স্বামীর পছন্দের মহিলাদের ইনস্টাগ্রামের ছবির প্রিন্ট সাজিয়ে দেন। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনস ডে-তে আপনাদের পছন্দের পুরুষের জন্য আপনারা কী উপহার দিচ্ছেন? আমি স্বামীর জন্য এই ছোট্ট বাক্সের ব্যবস্থা করেছি। ও ইনস্টাগ্রামে যত মহিলার ছবি লাইক করেছে, সবার ছবি এই বাক্সের উপর সাজিয়ে দিচ্ছি। আশা করি এটা ওর পছন্দ হবে।’


অনেকেই এই ভিডিও দেখে গ্লোরিয়ার প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁকে ‘কুইন অফ পেটি’ বলে উল্লেখ করেছেন। একজন আবার গ্লোরিয়াকে ‘সেরা স্ত্রী’ হিসেবে পুরস্কার দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।