রাষ্ট্রপুঞ্জ: পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের পাণ্ডা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গির তালিকায় আনার প্রচেষ্টা বারেবারেই ভেস্তে দিয়েছে চিন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো প্রয়োগ করে চিন মাসুদকে নিষিদ্ধ করার উদ্যোগে প্রাচীর গড়ে তুলেছে। চিনের এই কাজ যে বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়ে দিল আমেরিকা। সে দেশের রাষ্ট্রপঞ্জে নিযুক্ত দূত নিকি হ্যালি বলেছেন, নিষিদ্ধ করার উদ্যোগ ভেটো প্রয়োগ করে কোনও কোনও দেশ ভেস্তে দিলেও আমেরিকাকে ওই জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা থেকে নিরস্ত করা যাবে না। হেলি বলেছেন, সম্ভাব্য সমস্ত পথ খুঁজে দেখা হচ্ছে। নিষিদ্ধ করার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নিয়ে আলোচনা হয়েছে এবং কীভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায় তার উপায় স্থির করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন হ্যালি।
দক্ষিণ এশিয়ার জঙ্গিদের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে আসা এবং এক স্থায়ী সদস্যের ভেটো প্রয়োগের বিষয়টি নিয়ে হ্যালিকে প্রশ্ন করা হয়। প্রশ্নে নাম না করেই মাসুদ প্রসঙ্গে চিনের অবস্থানকেই ইঙ্গিত করা হয়। হ্যালিও নাম না করেই বলেছেন, বিভিন্ন ইস্যুতে যারা ভেটো ব্যবহার করছে তাদেরকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে কাজ না হলে জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকবে না আমেরিকা।
হ্যালি বলেছেন,একক ভাবে কাজ করার চেয়ে যৌথভাবে কাজ করলে অনেক বেশি সাফল্য পাওয়া যায়। এটাই আমাদের লক্ষ্য। পৃথকভাবে কিছু করা না গেলে একই উদ্দেশ্য পূরণের জন্য অন্য পথ গ্রহণ করা হবে।
হ্যালি আরও বলেছেন, আমেরিকা ফল লাভের দিকেই চলবে। কোনও ঘটনা ঘটতে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না ওয়াশিংটন।
চিনের ভেটো মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে নিরস্ত করতে পারবে না, সাফ জানাল আমেরিকা
ABP Ananda, web desk
Updated at:
04 Apr 2017 08:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -