বেজিং: শিশুরা খেলতে গিয়ে নিজেদের মধ্যে মজা করে থাকে। কিন্তু কখনও কখনও এই মজা করতে গিয়েই সমস্যা তৈরি হয় এবং কোনও কোনও ক্ষেত্রে তা ডেকে আনে বিপদও। খেলতে গিয়ে মজা করতে গিয়ে কোনও শিশুর বিপাকে পড়ার ঘটনা অনেক সময়ই ঘটে থাকে। এবার চিনের একটি স্কুলে ছয় বছরের এক শিশু নিজেকে এমন বিপাকে ফেলল যে তাকে উদ্ধার করতে দমকল বাহিনীকে ডেকে আনতে হল।


আসলে খেলতে গিয়ে দুটি দেওয়ালের ফাঁকে আটকে যায় ওই শিশুটির মাথা। দুটি দেওয়ালের মধ্যে ব্যবধান খুবই কম। সেখানে শক্তভাবে আটকে যায় শিশুটির মাথা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, একটু নাড়াচাড়া করতে গেলেই তার ভীষণ ব্যথায় কেঁদে উঠছিল সে।

কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনী এসে প্রথমে একটা দেওয়াল ভাঙার চেষ্টা করে। কিন্তু একটি দেওয়াল সাপোর্টিং ওয়াল। তা ভাঙতে গেলে শিশুটি আরও বিপদে পড়ে যেতে পারত। শেষপর্যন্ত ঘষা কাগজ দিয়ে ঘষে দেওয়ার বালি সরিয়ে, মেয়েটির মাথায় লুব্রিকেন্ট লাগিয়ে তাকে উদ্ধার করা হয়।