দেখুন: শুধু একটা ফোনের জন্য! হ্রদের গভীর জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা তরুণীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2017 11:35 AM (IST)
বেজিং: এমনকি হতে পারে যে, মোবাইল সেট এত গুরুত্বপূর্ণ যে তার জন্য কেউ নিজের জীবনকেও বিপদে ফেলতে পারে? অবাস্তব ভাবছেন? এই ভিডিও দেখলে বোঝা যাবে, বাস্তবে তেমনটাই ঘটেছে।চিনের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটাই এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আসলে ক্রুজ শিপে যাওয়ার সময় এক তরুণীর হাত থেকে তাঁর ফোনটি হ্রদের গভীর জলে পড়ে যায়।মনোরম ইরহাই হ্রদে নৌ বিহারের সময় ছবি তুলতে গিয়ে হাত থেকে ফোনটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ফোনটি তুলে আনতে জলে ঝাঁপ মারার চেষ্টা করেন তিনি। অন্যান্য যাত্রী ও রক্ষীরা তাঁকে নিরস্ত করেন। ইউনান প্রদেশে এই ঘটনা ঘটেছে। দেখুন ভিডিও: