আসলে ক্রুজ শিপে যাওয়ার সময় এক তরুণীর হাত থেকে তাঁর ফোনটি হ্রদের গভীর জলে পড়ে যায়।মনোরম ইরহাই হ্রদে নৌ বিহারের সময় ছবি তুলতে গিয়ে হাত থেকে ফোনটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ফোনটি তুলে আনতে জলে ঝাঁপ মারার চেষ্টা করেন তিনি। অন্যান্য যাত্রী ও রক্ষীরা তাঁকে নিরস্ত করেন। ইউনান প্রদেশে এই ঘটনা ঘটেছে।
দেখুন ভিডিও: