বেজিং: আত্মহত্যা করবেন বলে ১৬ তলা বিল্ডিংয়ের কার্নিসে বসেছিলেন এক মহিলা। তাঁকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালেন এক দমকল কর্মী।

মানসিকভাবে বিধ্বস্ত এ ধরনের আত্মহত্যাপ্রবণ মানুষের কাছে সময়মতো পৌঁছনো গেলে অনেক সময় প্রাণ বাঁচানো সম্ভব হয়। এক্ষেত্রেও তাই হল। একটা সরু বিমের ওপর দিয়ে হেঁটে মহিলার কাছে পৌঁছে গেলেন চিনের এক দমকলকর্মী। তারপর মহিলাকে জাপটে ধরে কার্ণিস থেকে উঠিয়ে আনার চেষ্টা করেন। প্রথমে বাধা দিলেও শেষপর্যন্ত ওই মহিলাকে বুঝিয়ে নিরস্ত করা সম্ভব হয়। কার্ণিস থেকে তাঁকে উঠিয়ে আনা হয়।