নিউইয়র্কে সাবওয়ের দরজার মাঝে আটকে গিয়েছিল এই মহিলার মাথা, সাহায্যের জন্যে এগিয়ে এলেন না কেউ , দেখুন ভিডিওতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2017 07:08 PM (IST)
নিউইয়র্ক: সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও ঘুরছে, যেখানে দেখা গিয়েছে এক মহিলার মাথা নিউইয়র্কের সাবওয়ের দরজার মাঝখানে আটকে গিয়েছে। মধ্যবয়সি সেই মহিলা ওই অবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেই সময় একাধিক লোক ওই জায়গা দিয়ে গেলেও, তাঁরা কেউ ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এমনকি এক মহিলা যিনি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির পোশাকে ছিলেন, তিনিও সাহায্যের জন্যে এগিয়ে আসেননি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল, মধ্যবয়সি ওই মহিলার মাথা সাবওয়ের দরজার মাঝে আটকে গিয়েছে। তাঁর হ্যান্ডব্যাগটিও দরজার বাইরে আটকে ছিল। কিন্তু তাঁর পুরো শরীরটি ট্রেনের কামরার ভেতরে ছিল। তবে এই ঘটনায় ওই মহিলা একটুও ঘাবড়ে যাননি। প্রসঙ্গত, ট্রেনের কামরার ভেতরে থাকা অপর এক ব্যক্তি সাহায্যের জন্যে চিত্কার করছিলেন। ভিডিওটি তুলেছেন অপর ট্রেনে থাকা আর এক যাত্রী। এই ভিডিওটি ইন্সটাগ্রামে আসার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় ওঠে।