নয়াদিল্লি: বর্ষণক্ষান্ত আকাশে রামধনুর ছটা দেখতে সবারই ভালো লাগে। সারা আকাশ জুড়ে ধনুকের মতো ছড়িয়ে পড়ে সাত রঙের আল্পনা। কিন্তু কখনও কি অগ্নিশিখার মতো মতো রামধনু দেখেছেন? হ্যাঁ, এমনটাও ঘটে। এই বিরল প্রাকৃতিক ঘটনা সারকামহরাইজোন্টাল আর্ক বলে। মেঘের ফাঁকে সাতরঙের বিচ্ছুরণ অনেকটা অগ্নিশিখার মতো দেখতে লাগে। বায়ূমন্ডলে স্ফটিক  বরফের মধ্যে দিয়ে সূর্যরশ্মি গেলে আগুনে রামধনু দেখা যায়।



সম্প্রতি উত্তর তাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশে এ ধরনের একটা বড় রামধনু দেখা গেল। প্রত্যক্ষদর্শীরা সোস্যাল মিডিয়ায় এই বিরল প্রাকৃতিক ঘটনার ভিডিও ও ছবি পোস্ট করেছেন। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এটা একটা অসাধারণ সুন্দর দৃশ্য। এ রকম এর আগে কখনও দেখিনি। ভবিষ্যতেও হয়ত আর দেখতে পাব না।