মামলার শুনানিতে মাল্যর অ্যাটর্নি দাবি করেন, ফটোগ্রাফের ভিত্তিতে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে তার ওপর ভরসা করা যায় না।
মাল্যর ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি আজ লন্ডনের আদালতে হওয়ার কথা ছিল। শুনানিতে ভারতের পক্ষ থেকে চূড়ান্ত নথি পেশ করার কথা ছিল ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর।
এদিন শুনানির জন্য আদালতে যাওয়ার পথে মাল্য বলেন, তাঁর বিরুদ্ধে যত ঋণ খেলাপের অভিযোগ রয়েছে তার বিনিময়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব তিনি আদালতকে দিয়েছিলেন।
তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, সেগুলি মিথ্যে।