দিল্লি, মুম্বই, দুবাই: ষষ্ঠী থেকে টানা ক’টা দিন মণ্ডপে চুটিয়ে মজা৷ দেদার আড্ডা৷ জমিয়ে খাওয়া দাওয়া৷ এবার হাসি মুখে মাকে বিদায় জানানোর বেলা৷ দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি বিষাদের সুর দুবাইতেও।


উমা ফিরছেন শ্বশুরবাড়ি। তাঁকে বিদায় জানানোর আগে সিঁদূর খেলার উত্সবে মাতলেন দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিরা। মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীনের পুজো মণ্ডপে দূর্গা মাকে বরণ করলেন রানি মুখোপাধ্যায়। মেতে উঠলেন সিঁদূর খেলায়। কান্দিভেলি কৃষ্টির পুজো মণ্ডপে সিঁদূর খেললেন মহিলারা। অনেকেই এসেছেন ভিন্ রাজ্য থেকে।  পওয়াইতেও একই ছবি। দশমীর দিন তাঁতের শাড়ি পরে, সিঁদূর রাঙা হয়ে, আনন্দে মাতলেন মহিলারা।

দশমীর বিষাদমাখা আনন্দে সিঁদূর খেলায় মাতল রাজধানীও। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কে দেবীকে বরণ করে বিদায় জানানোর পরে একে অপরকে সিঁদূরে রাঙালেন মহিলারা। দিল্লি কালীবাড়িতেও সকাল থেকে শুরু হয় দেবী বরণ। সিঁদূরে রাঙা হয়ে মাকে মিষ্টিমুখে বিদায় জানান মহিলারা।

দুবাইতেও চলেছে সিঁদূর খেলা। সামিল প্রবাসী ভারতীয়রা। সারা বছরের ব্যস্ততার ফাঁকে দেবী মাকে বরণের পর সিঁদূর খেলার আনন্দে মেতে ওঠেন তাঁরা।

হাসির মাঝেও কোথাও যেন মনখারাপের সুর৷ আবার জীবনের ব্যস্ততায় ফেরার ডাক৷ তারই মাঝে সামনের বছরের অপেক্ষা।