ইসলামাবাদ: সার্কের মঞ্চে প্রত্যাশিতভাবেই কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলল পাকিস্তান। একদিনের সার্ক দেশভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ‘হিংসা’-কে ‘খোলাখুলি সন্ত্রাস’ বললেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী চৌধুরি নিসার আলি খান। তাঁকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানিয়েছে, স্বাধীনতার জন্য লড়াই আর সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য আছে। সেইসঙ্গে তিনি বলেন, কাশ্মীরের ‘নিরপরাধ সাধারণ মানুষের ওপর যে হিংসা চালানো হচ্ছে’, সেটা খোলাখুলি সন্ত্রাস।

নিসারের আগেই বলতে উঠে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে নাম না করে পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, রাজনাথের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে লিখে আনা ভাষণ থেকে না পড়ে সরাসরি কাশ্মীর ইস্যু তোলেন নিসার। পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, নিজের আসন ছেড়ে উঠে গিয়ে নিসার সদস্য দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যের জবাব দিতে এগিয়ে যান। বলেন, আমরা সবসময়ই আমাদের প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ বোঝাপড়ার রেখে কাজ করার আগ্রহ দেখিয়েছি। আলোচনার পথেই সব বকেয়া সমস্যা সমাধান করা যাবে বলে আমরা আশা করি।

 

পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়ে তিনি এও দাবি করেন, প্রতিটি সন্ত্রাসবাদী হামলার, যাতে নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে, তীব্র নিন্দা করেছে পাকিস্তান।