বেজিং: কর্মক্ষেত্রে উন্নতি না করতে পারলে অবনমন বা চাকরি খোয়ানো অবশ্যম্ভাবী। কিন্তু তার জন্য যে প্রকাশ্যে মার খেতে হবে, এটা বোধহয় কেউই ভাবতে পারেন না। কিন্তু চিনের একটি ব্যাঙ্কের কর্মীদের ক্ষেত্রে সেটাই হল।

 

চাংঝি ঝ্যাংজি রুরাল কমার্শিয়াল ব্যাঙ্কের কর্মীদের প্রশিক্ষণ চলছিল। সেই সময় প্রশিক্ষক জিয়াং ইয়াং কর্মীদের প্রশ্ন করেন, কেন তাঁরা নীচের সারিতে আছেন? সংশ্লিষ্ট কর্মীদের জবাব ছিল, ‘আমরা নিজেদের ছাপিয়ে যেতে পারিনি।’ এই জবাব শুনে খেপে গিয়ে মঞ্চের উপরেই চার মহিলা ও চার পুরুষ কর্মীর পিঠে লাঠি দিয়ে মারতে শুরু করেন প্রশিক্ষক। প্রত্যেককে চারবার করে মেরে শান্ত হন তিনি।

 

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। কর্মীদের প্রতি ওই ব্যাঙ্কের প্রশিক্ষকের এহেন আচরণের নিন্দা করছেন সবাই।

 

দেখুন সেই ভিডিও